ঢাবির ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রকাশ :

সংশোধিত :

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'ক্ষণিকা' বাসে ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্য থেকে ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচলকারী 'ক্ষণিকা' পরিবহনের একটি বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসচালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং পরে তারা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ উত্তরা পশ্চিম থানায় গিয়ে মামলা দায়ের করেন। 

সর্বশেষ খবর